Print Date & Time : 5 July 2025 Saturday 8:33 pm

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা’র শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়ন্ত কুমার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলের দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। জয়ন্ত কুমার উপজেলা সদর ইউনিয়নের নকিপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী গোপিনাথের ছেলে।
পারিবারিক সূত্র জানা যায়, বুধবার বিকালে বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এসময় দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এবি//দৈনিক দেশতথ্য//১২ এপ্রিল,২০২২//