Print Date & Time : 23 April 2025 Wednesday 1:35 pm

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শ্যামনগর জমিতে বৈদ্যুতিক ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোকর আলী গাজী (৫৮) মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

শোকর আলী উত্তর কদমতলা গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে।

তার স্বজনরা জানান, শোকর আলী বাড়ির পাশের একটি জমিতে ধান চাষ করেন। ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় সম্প্রতি তিনি ক্ষেতে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। শনিবার মাগরিবের নামাজের পর শোকর আলী বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন তাকে ধান ক্ষেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ/