Print Date & Time : 10 May 2025 Saturday 9:20 pm

শ্যামনগরে মহিলা মেম্বার ও তার ছেলের উপর সন্ত্রাসী হামলা

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের ৭.৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ফরিদা খাতুন ও তার ছেলে আশিকুর রহমান উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৭ আগষ্ট) বেলা ১১ টায় নীলডুমুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, নীলডুমুর খেয়াঘাটে মোটর সাইকেল চালকের সাথে ভাড়া নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বুড়িগোয়ালিনীর আব্দুর রশিদ গাজীর ছেলে বাপ্পী (২২) গোলাম হাবিব (২৪) ও একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মনিরুল (১৮) জহর আলীর ছেলে জসিম (৩০) সহ আরো ৮/১০ জন এসে গাবুরা ইউ.পি সদস্যা ফরিদা খাতুন ও তার ছেলে আশিককে মারপিট করেন। আশিক ও তার মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আশিক ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি।

 এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//