মনিরুজ্জামান জুলেট শ্যামনগর ( সাতক্ষীরার )প্রতিনিধিঃ শ্যামনগরের ধুমঘাট অন্তাখালী গ্রামের আদিবাসী মুণ্ডা পল্লীতে হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল। কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বেলা সাড়ে ৮ টার দিকে রাশিদুল ইসলাম ও এবাদুল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লাঠিয়াল এ হামলঅ চালায়। এসময় হামলার সাথে জড়িতরা আদিবাসী মুন্ডাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে অবরুদ্ধ অবস্থা থেকে পালিয়ে গিয়ে জমি দখলে বাঁধা দেয়ার চেষ্টা করলে মুন্ডা সম্প্রদায়ের লোকজনের বেপরোয়াভাবে লাঠিপেটা করে হামলার সাথে জড়িতরা। এতে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বিলাসী মুন্ডা, রিনা মুন্ডা, সুলতা মুন্ডা ও নরেন্দ্র মুন্ডাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন শুক্রবার সকালে আদিবাসী মুন্ডাদের উপর হামলা চালিয়েছে একদল দূবৃত্তরা।
দৈনিক দেশতথ্য//এল//