মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর থেকে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক হয়েছেন।২১ মার্চ সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে থেকে পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে মোটরসাইকেল মালিক সাইফুলের ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন । শনিবার সকালে কালিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি চোর শনাক্ত করে শ্যামনগর থানাকে অভিহিত করেন।
এঘটনায় শ্যামনগর থানার এস আই অমিত ও এ এস আই দিপক মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ থানাধীন মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী(১৬) একই গ্রামের ছেলে এন্ড কলেজের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শাহেদ হাসান(১৬) কে দেয়া গ্রাম থেকে আটক করে ও একই গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন(১৫) পলাতক রয়েছে।
পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একই জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির অ্যাপাচি মোটরসাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃত ৪ জন সহ কয়েকজন অজ্ঞতানামা আসামি করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা হয়েছে। যার নং ২৮ তারিখ ২৪ মার্চ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post