মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
১৪ ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উক্ত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাবু দেবীরঞ্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ায়রম্যান অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), ইউপি চেয়ায়রম্যান অসীম কুমার মৃধা, যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, আওয়ামীলীগের নেতা কুমুদ রঞ্জন গায়েন, এম মারুফ বিল্লাহ, সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ সম্মানীয় ব্যক্তি বর্গ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post