Print Date & Time : 2 July 2025 Wednesday 10:20 am

শ্যামনগরে সরকারি খাল উদ্ধারে ইউপি চেয়ারম্যান

দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সরকারি খাল আজ সকালে (৯ ই,২০২২) পুনরুদ্ধার করেছেন সদর ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার  বাবু। বাধা-বিপত্তি উপেক্ষা করে নিরপেক্ষ দৃষ্টিতে কাজটি সম্পন্ন করায় প্রশংসায় ভাসছেন তিনি। 

এলাকাবাসী জানান, শ্যামনগর সদর ইউনিয়নের জনবহুল নকিপুর হাট বাজার ও পার্শ্ববর্তী  বিস্তীর্ণ এলাকার  পানি নিষ্কাষনের জন্য একটি খাল ছিল। এই খালটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়েছিল। যার ফলে প্রতিবছর শ্যামনগরের অনেক এলাকায় জলাবদ্ধতার কবলে পড়ে। এতে  আমন ফসলের ব্যপক ক্ষতি হয়। সেই ক্ষতি রক্ষার্থ স্বজনপ্রীতি, বন্ধুত্বের তোয়াক্কা না করে সদর ইউপি চেয়ারম্যান এ্যাড: এস এম জহুরুল হায়দার (বাবু) খালটি চালু রাখার উদ্যোগ নেন।

খালটির ১৩ফুট জায়গা নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রবিন্দ্রনাথ বিশ্বাস ওরফে ভোলা মাষ্টারের বাড়ীর সীমানার মধ্যে আটকা পড়ে। এ নিয়ে শিক্ষক রবীন্দ্র বিশ্বাস ও প্রেস ক্লাবের সভাপতি আকবর কবীরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পূঙ্খানুপুঙ্খভাবে মাপ জরিপের পর শিক্ষক রবিন্দ্র বিশ্বাসের দখলকৃত সীমানার মধ্যে ১৩ ফুট খালের জমি পাওয়া যায়। এরপর তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রাচীরটি অবৈধভাবে দখলে রাখার চেষ্টা করেন। চেয়ারম্যান সেই চেষ্টা রুখে দিয়ে প্রাচীর ভেঙে জমিদার বাড়ী হতে নকিপুর বাজার পর্যন্ত একটি বিকল্প রাস্তা নির্মানের পরিকল্পনা নেন।

অবশেষে আজ সোমবার  সকালে সেই পাকা  প্রাচীর ভেঙে সরকারী সম্পত্তি অবমূক্ত করান। এ প্রসঙ্গে চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে এলাকাবাসি অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে সদর চেয়ারম্যান সাংবাদিকদের জানান-“জনগনের স্বার্থরক্ষায় আমি আপোষহীন, সুতারাং প্রবাহমান খালের জায়গা  ভোগ দখলকারী ব্যাক্তি যত বড় প্রভাবশালী হোকনা কেন তার সাথে আপোষ নেই। এখনও যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করছেন তারা দ্রুত অবৈধ স্থাপনা নিজ দ্বায়িত্বে সরিয়ে নিয়ে খাল খননে সহযোগীতা করুন। নইলে আইন তার স্বাভাবিক গতিতেই চলবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৯,২০২২//