Print Date & Time : 11 May 2025 Sunday 10:40 am

শ্যামনগরে স্কাউট দিবস পালন

সাতক্ষীরা’র শ্যামনগরে সারাদেশের ন্যায় সর্বপ্রথম স্কাউট দিবস পালিত হয়েছে।

গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের স্কাউট ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বেরকরা হয়। র্যালিটি উপজেলার সামনে থেকে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আক্তার হোসেনে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম,নকিপুর হরিচরণ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়ের রহমান, কাঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মাস্টার রঞ্জিত বর্মন সহ স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//