Print Date & Time : 31 July 2025 Thursday 8:22 pm

শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ

সাতক্ষীরা’র শ্যামনগর থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেও বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২২শে অক্টোবর রোববার গোপন সংবাদের ভিত্তিতে, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগরে অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের দাড়ানোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//