মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্যামনগর উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষকমন্ডলী সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।
এবি/দৈনিক দেশতথ্য// এপ্রিল ২৯,২০২২//

Discussion about this post