মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুডিগোয়ালিনি ইউনিয়নে সংস্কার করা গ্রামীন মাটির রাস্তার উদ্বোধন।
বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে সিসিডিবির সহযোগিতায় ব্রেড ফর দ্যা ওয়াল্ডের অর্থায়নে রবিবার সকাল ১০ জলবায়ু পরিবর্তন প্রকল্পের গ্রামীন মাটির রাস্তা সংস্কারের পর উদ্বোধন করা হয়।
বুড়িগোয়ালিনির ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম উপস্থিত থেকে উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহতাব সরদার, মাসুরা পারভীন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, পিসিআরসিবি প্রকল্প, এস এম মনোয়ার হোসেন প্রকল্প ম্যানেজার স্টেপ এ্যান্ড বিল্ড ইন),নেনসি বিশ্বাস, ডিল আফরোজ, জগদীশ সরদার ও কংকন বৈরাগী সহ বনবিবিতলা সিসিআরসির সভাপতি সহ সভাপতি ও অন্যান্য সদস্য ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//