বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডবে চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন শ্যামনগরের কৃর্তি সন্তান কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু। তিনি বলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু সুব্রত পাল এর সার্বিক তত্ত্বাবধানে এই চেক বিতরণ করা হচ্ছে।
পদ্নাপুকুর ইউনিয়নের কামাল কাটি গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বৈদ্য নাথ মন্ডল, গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া মধ্যপাড়া দূর্গা ও কালি মন্দিরের সাধারণ সম্পাদক শরৎ মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের সৎসঙ্গ মন্দিরের সাধারণ সম্পাদক এিদ্বীপ তারণ মন্ডল তাদের মন্দিরের পক্ষে চেক গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন, উপজেলা যুবলীগের সদস্য আহসানুর রহমান শেখ হারুন অর রশিদ, বিশ্বনাথ নন্দী সাগর, শেখ সুন্নত আলী, হাসানুজ্জামান লিটন,, আতাউর রহমান, মুজাহিদ, শরীফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৩,২-০২২//