শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ইং ১৭ জুলাই(রবিবার) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চলনায় কার্যনির্বাহী কমিটির সভায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক তপণ কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি,এম,আব্দুল কাদের,নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, রণজিৎ কুমার বর্মণ ও নির্মল ঘোষ।
সভায় প্রেসক্লাব সংশ্লিষ্ঠ সাংগঠনিক, বুড়িগোয়ালিনীতে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের কষ্টময় জীবন চিত্র নিউজ করা, জরুরী ত্রাণ বিতরণ, বর্তমান সময় উপযোগী সংবাদ পরিবেশনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে প্রেসক্লাবের উদ্যোগে আন্তঃকক্ষ ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৭,২০২২//

Discussion about this post