Print Date & Time : 15 May 2025 Thursday 3:38 pm

শ্যামনগর মহসিন কলেজের কাজ পরিদর্শনে তাসলিমা বানু

মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি লক্ষে (জিওবি) এর অর্থায়নে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প ” এর আওতায় ভবন নির্মাণের বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক জেসমিন তাসলিমা বানু।

৮ই জানুয়ারি রবিবার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ এর নির্মাণাধীন ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন কালে জেসমিন তাসলিমা বানু ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার পরামর্শ দেন ।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, প্রভাষক আব্দুল্লাহ -আল-ফারুক , সহকারি প্রকৌশলী হাসিব শেখ , উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//