মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার বংশীপুর শফিকুল ইসলাম দুলুর নিজিস্ব বাস ভবনে উপজেলা যুবদলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম আঙ্গুর এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এম.মনিরুজ্জান মণির, স্বনির্ভর বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। প্রধান বক্তা, আলহাজ্ব সোলাইমান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন এ্যাডঃ ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সভাপতি, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি, শেখ আলাউদ্দিন সোহেল, আহবায়ক, কালিগন্জ উপজেলা যুবদল। শেখ আব্দুল আজিজ, সদস্য সচিব, কালিগন্জ উপজেলা যুবদল।
আরও উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান সদস্য সচিব, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল। শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ও শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শামছুজ্জোহা টুটুল, সদস সচিব, মতলেব হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ,যুগ্ন আহবায়ক,ও ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আজু মোল্যা,যুগ্ম আহবায়ক, ও ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মসিউর রহমান সুইট,সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আযম শফি, রমজাননগর ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা মুকুল, কৈখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিজুল ইসলাম,সদস্য-সচিব আলামিন। আটুলিয়া ইউনিয়ন যুবদল আহবায়ক আল- আমিন, বুড়ীগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব , হেলালুজ্জামান হেলাল, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের আহবায়ক মাশিদুর রহমান বাবু ,সিনিয়র যুগ্ন আহবায়ক, মেয়ারাজ হোসেন,সদস্য সচিব, মোস্তাফিজুর রহমান, নুরনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ সভাপতি ইন্জিঃ সাইফুদ্দিন আহমেদ, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বেলাল, যুগ্ম আহবায়ক, মোঃ রেজাউল ইসলাম, আহবায়ক কমিটির ১নং সদস্য সুলতানুল আরেফিন, সদস্য, আব্দুল হামিদ, সদস্য, মেহেদী হাসান, সদস্য আব্দুল্লা আল মামুন,সদস্য, আল মামুন,সদস্য আরব আলী সহ শ্যামনগর উপজেলা যুবদলের ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
শেষে ইফতার আয়োজন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুম আরফাত রহমান কোকাসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৮,২০২২//

Discussion about this post