Print Date & Time : 22 August 2025 Friday 12:04 am

শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় নতুনধারার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকার।

এসময় তিনি বলেন, শ্রমিক দিবস আসলেই আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিরা বলেন শ্রমিকের অধিকার রক্ষায় সরকার এই করেছে, সেই করেছে; কিন্তু শ্রমিকদের দুঃখ বেদনা তারা দেখতে পায় না। যদি দেখতে পেতো শ্রমিকদের বেতন-ঈদ ভাতার জন্য আজ আমাদেরকে দাবি জানাতে হতো না, আন্দোলন করতে হতো না।
গার্মেন্টস-কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন, যাতে করে তারা ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।
মতিঝিল থানা নতুনধারার সভাপতি তাহেরা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রবিউল আলম খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী,  ডা. মিথিলা খান, সবিহ উল আলম প্রমুখ। দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৪,২০২২//