Print Date & Time : 23 April 2025 Wednesday 2:36 pm

শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আজ সকালে শ্রমিকলীগ কার্যালয় চত্তরে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ আলি খানের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুষ্টিয়া কালেক্টর চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ন করে। এসময় জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক এইস এম মতিউর রহমানসহ শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।