Print Date & Time : 4 July 2025 Friday 8:42 am

শ্রমিকের অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

পটুয়াখালীতে শ্রমিকের অস্ত্রের আঘাতে এজকন শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৯ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালীর বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সাইফুল(২৩) ও সাকিব(২০) নামের আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়।

মৃত জহিরুল পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের সারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে ও অভিযুক্ত কাওসার একই এলাকার মোঃ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান মোঃ মাসুদ জানান, শ্রমিকেরা প্রত্যেকদিনের মতো আজকেও কাজে বের হয়েছে। তারা গাড়িতে সাত জন ছিল একসাথে। কাজে যাওয়ার পথে তাদের নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে কি-না আমরা সঠিক জানি না। গাড়ি চলন্ত অবস্থায় তাদের নিজেদের মধ্যে এ আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছে। এতে তিন জন আহত হয়েছে। তিন জনের মধ্যে একজন মারা গিয়েছে। বাকি দুইজনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান, কয়েকজন পল্লীবিদ্যুতের মাসিক শ্রমিকরা তাদের প্রত্যেকদিনের কাজের জন্য বের হয়। তারা গাড়িতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে ঝামেলা হলে গাড়ির মধ্যে থাকা গাছ কাটার দা দিয়ে একজন আরেকজকে আঘাত করলে একজন মারা যায়। যে কোপ দিয়েছে তাকে আমরা আটক করেছি।

দৈনিক দেশতথ্য//এইচ//