গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশক্রমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মোল্লা বাড়ী জামে মসজিদ মাঠে শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লার আয়োজনে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।
শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রুহুল আমীন।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, পৌর বিএনপির সহ সভাপতি সাঈফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ ছিদ্দিকী, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সামসুদ্দিন সরকার, সহ শ্রীপুর উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ।
শ্রীপুর পৌর বিএনপির সহ আফাজ উদ্দিন মোল্লা জানান,তারেক রহমানের উপহার হিসেবে এক হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

Discussion about this post