Print Date & Time : 4 April 2025 Friday 10:27 pm

শ্রীপুরে বিএনপির নেতার উদ্যোগে গরিব ও দুস্তদের মাঝে বস্ত্র বিতরণ 

গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্তদের মাঝে শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডল ও পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডলের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে দক্ষিণ ভাংনাহাটি মিজান মন্ডলের নিজ বাড়িতে ৫০০ শত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

শ্রীপুর পৌর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি
আফাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজাদ মন্ডল, পৌর বিএনপির সহ সভাপতি সাঈফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আবুল হোসেন প্রধান , গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ ছিদ্দিকী, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম খোকন, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এলামুল হক খোকন, সহ শ্রীপুর পৌর শ্রমিকক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।