Print Date & Time : 6 May 2025 Tuesday 1:49 am

শ্রীপুরে যুবদল নেতা বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শ্রীপুরে পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান জানান,গত ১৭ বছর রাজপথে থেকে বিএনপির দেওয়া সকল কর্মসূচীতে অংশ গ্রহন করেছি।একাধিক মিথ্যা মামলার আসামি হয়ে জেল খেটেছি ।

বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে ছাত্রদের সমর্থন যুগিয়েছি একটি সফল গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা কে পতন করছি। আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।এরপর থেকে শেখ হাসিনার তথ্যবাহিনী কুচক্রী মহল আমার পিছনে লেগেছে। গত সোমবার বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি।