Print Date & Time : 15 May 2025 Thursday 4:20 pm

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (০৯ জুন ) দুপুর ২.৩০ ঘটিকায় সময় পৌরসভা ভাংনাহাটি (সিআরসি ফ্যাক্টরি) সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তরিকুল ইসলাম (০৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের জালাল উদ্দিনের ছেল।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, আজ দুপুর ২.৩০ ঘটিকায় সময় ভাংনাহাটি সিআরসি ফ্যাক্টরি সামনে শ্রীপুর-মাওনা পাকা রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নম্বরে ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী শিশু তরিকুল ইসলাম (০৮) কে ধাক্কা দিয়ে ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শিশু তরিকুল ইসলামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//