তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেইসবুকে তর্কের ঘটনাকে কেন্দ্র করে স্বপ্ন দাশ (১৯) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (১ মে) রাত ৮ টার দিকে শহরের প্রান কেন্দ্র কলেজ রোডস্থ গ্রীণ লিফ গেস্ট হাউসের সামনে শহরের
কালিঘাট রোডের মুদি ব্যবসায়ী মুধু মিয়ার ছেলে তানভীরের নেতৃত্বে কিশোর গ্যাং এর একটি দল সিন্দুরখান রোড নিবাসী ইমরান, মিশন রোড নিবাসী অনুপম অভি ও শান্তিবাগ নিবাসী রিফাত নোয়েল তাকে ছুড়িকাঘাত করে।
আহত স্বপ্ন দাশ রিপোর্টার্স ক্লাব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমনের ভাগ্নে।
এসময় গুরুতর আহত অবস্থায় স্বপ্ন দাশ’কে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে, মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অতিরিক্ত অবনতি দেখা দিলে আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রিপোর্টার্স ক্লাব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, এরকম সন্ত্রাসী হামলার ঘটনা যেন আমাদের শান্তির শহর শ্রীমঙ্গলে আর না ঘটে এজন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post