Print Date & Time : 23 April 2025 Wednesday 4:54 am

শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ (২০ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার কালাপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ঈদ পূর্ববর্তী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সভাশেষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব এর সভাপতিত্বে আজকে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দসহ বিশিষ্ট জনেরা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//