মৌলভীবাজার প্রতিনিধি।।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিক নিহত হয়েছে।
গতকাল (১৯ আগষ্ট) শুক্রবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় এবং নরম থাকায় মাটি ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয। নিহতরা হলেন হীরা রানী ভৌমিক, বীনা ভৌমিক, পূর্ণিমা ভূমিজ ও রাধামনি মাহালি। নিহত রাধামনি মালি লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালীর স্ত্রী । অরুণ মালি বলেন,ঘর মেরামতের জন্য মাটি আনতে গিয়ে টিলা ধঘসে তাদের মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ওসি মামুন রশিদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘঁটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২