Print Date & Time : 4 July 2025 Friday 5:28 pm

শ্রীমঙ্গলে নৌকা মার্কায় প্রচারনায় আওয়ামী পরিবার

প্রতীক বরাদ্দের প্রথম দিনে নৌকার মার্কার প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজারের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফুল মিয়া (মহালদার) এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির নির্বাচনী এলাকায়।

সোমবার (১৮ই ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্র লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকার প্রার্থী আব্দুস শহীদ এমপির সমর্থনে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিন্দুরখান বাজার এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল শেষে উপস্থিত নেতৃবৃন্দের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সিন্দুরখান ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ফুল মিয়া (মহালদার) এর নেতৃত্বে ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আছকির মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মনসুর আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঙ্গল মিয়া সহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আব্দুস শহীদ কে সপ্তম বারের মত (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

দৈনিক দেশতথ্য//এইচ//