সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে সাপ্তাহ ব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ (আরটিআই ক্যাম্পেইন) বিষয়ক সচেতনামুলক প্রচারণা। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাপ্তাহ ব্যাপী এ বিশেষ ক্যাম্পেইন পালন করা হবে।
বুধবার উপজেলার সরকারের ৩৪ টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল স্টাডি প্রতিবেদন এর ভিত্তি করে তথ্য বোর্ড, তথ্য প্রদানকারী কর্মকর্তার নামফলক হালনাগাদ এবং সিটিজেন চার্টার আপডেট বিষয়ে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সকল সরকারী অফিস, সাংবাদিকবৃন্দসহ অ্যাডভোকেসি সভা আয়োজন এবং আরটিআই ক্যাম্পেইন উদ্বোধনীর মাধ্যমে সাপ্তাহ ব্যাপী কর্মসুচি শুরু হবে।
আরটিআই ক্যাম্পেইনের আহবায়ক সাংবাদিক সৈয়দ নেসার আহমদ জানান, টিআইব’র সহযোগীতায় স্থানীয় জনসাধারণের মাঝে সরকারের একটি ভালো উদ্যোগ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা সৃস্টিতে কাজ করে যাচ্ছেন।
টিআইবি’র শ্রীমঙ্গল এরিয়া কো-অডিনেটর পারভেজ কৈরী বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনগণ এখনো জানেনা। এর বহুল প্রচার প্রসারের ঘাড়তি রয়েছে। এই আইন টা সর্ম্পকে জনগন যদি জানতে পারে. বুঝতে পারে, তা হলে প্রত্যোকটা অফিসের তথ্য মানুষের হাতের কাছে পৌছে যাবে। আর এই তথ্য পৌছে দেওয়ার কাজটাই করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের একান্ত প্রচেষ্ঠায় সনাক টিআইবি শ্রীমঙ্গল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post