শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোটে শরীফুল ইসলাম (৪০) এক ব্যক্তির হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ আগস্ট রোজ রবিবার ২৭ আগস্ট রোজ রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর কটেজের ৫ নং কক্ষ থেকে শরীফুলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ৩ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২৭/২৬১, তারিখ- ২৮ আগস্, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় র্যাবের একাধিক দল গোয়েন্দা শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল মিয়ার ছেলে ওসমান গনি (৩৪)।
দৈনিক দেশতথ্য//এইচ/