হেলাল উদ্দিন: খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন মেহেরপুর পিটিআই এর ইন্সট্রাক্টর (সাধারণ) মো: আবুল কালাম আজাদ।
গত (৭ অক্টোবর) খুলনা বিভাগের কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মো.হেলাল মাহমুদ শরীফ এবং প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মো. মোসলেম উদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইনোভেশন পুরস্কার অর্জন,এনসিটিবির শিক্ষক সহায়িকা লেখক হিসেবে দায়িত্ব পালন,জেলা আইসিটির ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন,কারিকুলাম ২০২১ এর কী (Key) ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন,পিটিআইতে চলমান বিটিপিটি ট্রেনিংয়ের কোর ( Core) ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন, বিভাগীয় ইনোভেশন এর ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন,গণিত অলিম্পিয়াড এর রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন,জেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম ও বিচারকার্য পরিচালনা, পিটিআই এর ফোকাল পারসন ও তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, পিটিআই এর APA এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন,জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিশেষায়িত প্রাক- প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পেলিং বি (Spelling Bee) গেম এর মাধ্যমে ইংরেজি পঠন দক্ষতার উন্নয়ন,জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান শিখনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্ণার’আইডিয়ার প্রয়োগের সফলতা,জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে গানিতিক দক্ষতা বৃদ্ধিতে গণিত পাঠদানসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান তার এই স্বীকৃতি।

Discussion about this post