বরগুনা সদর উপজেলার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক পুরুস্কার-২০২১ পেলেন বরগুনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৫নং ওয়ার্ডে ৩ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মো: মনিরুজ্জামান জামাল। শনিবার দুপুরে ঢাকার রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ পুরুস্কার বিতরণ করেন, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ২০১৮ সাল থেকে স্বেচ্ছাসেবকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির লক্ষে সিপিপি’র আওতাভুক্ত ৪০টি উপজেলায় দুইজন করে (একজন নারী ও একজন পুরুষ) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরুস্কার দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে বরগুনা সদর উপজেলায় মো: মনিরুজ্জামান জামাল শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদে ভূষিত হন। তিনি সিপিপি’র ৫নং ইউনিটের একজন উদ্ধারকারী স্বেচ্ছাসেবক।
মনিরুজ্জামান জামাল বরগুনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইবারে কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

Discussion about this post