Print Date & Time : 4 April 2025 Friday 4:00 am

শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:পটুয়াখালীর দুমকিতে বশির উদ্দিন খোকন নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দেওয়ায় ভুক্তভোগী পরিবারটিকে হুমকি দেয়া হচ্ছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ মার্চ শনিবার দুপুরে আমার বাসায় সুদের পাওনা টাকা চাইতে আসেন দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে ও গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন। এসময় আমি তাকে বলি যে আমার স্বামী বাসায় নেই কাজে গেছে। কাজ থেকে ফিরে আসলে আপনার (শিক্ষক বশির উদ্দিন খোকন) সাথে দেখা করতে বলব। পরে তিনি আমার কাছে পানি খাইতে চান এবং পানি খাওয়া শেষ হলে শিক্ষক বশির উদ্দিন খোকন আমার দুই হাত ধরে বিছানার দিকে টানাটানি শুরু করে।

একপর্যায়ে আমি তাকে গালিগালাজ দেই এবং ডাক চিৎকার শুরু করি।
এসময় আমার ডাক চিৎকারে পাশের বাসার ভাবি আসলে সামনের দরজা খুলে তাড়াতাড়ি পালিয়ে যান শিক্ষক খোকন।
পরে বিষয়টি তার বউ নেহারকে জানালে উল্টো বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন।
এ ঘটনায় আমি এবং আমার স্বামী স্থানীয় লোকজনকে জানালে তারা কেউ আমাদের কথা শোনেনি। পরে আমাদের কথা শুনে একদিন পর স্থানীয় কাওসার তালুকদার, বশার হাওলাদার, সরোয়ার হাওলাদার এবং আবু তালেব আমাদের পাশে থেকে সাহস দেন। কিন্তু শিক্ষক বশির উদ্দিন খোকন তাদের নিয়েও আজেবাজে কথা বলেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, গত ১৭ মার্চ রাতে আমি নিজে বাদি হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরই ১৮ মার্চ বিভিন্ন সময়ে শিক্ষক বশির উদ্দিন খোকন, তার বউ নেহার, মেয়ে নিশি এবং বশির উদ্দিন খোকনের আপন ভাই কবির তালুকদার আমাদের বাড়িতে এসে বিষয়টি নিয়ে আর যাতে সামনে না আগাই সেজন্য টাকা পয়সা নিয়ে এলাকা ছাড়তে বলেন। আর তাদের কথা মত এলাকা না ছাড়লে আমাদের ক্ষতি হবে বলে হুমকি দেন।

এবিষয়ে দুমকি থানার এসআই সহিদ জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তাছাড়া ভুক্তভোগী পরিবার যদি মামলা দায়ের করতে চান তবে তা গ্রহণ করা হবে।