মেহেরপুরের গাংনীতে জোরপূর্বক রাতের আধারে আনুমানিক বিশ লক্ষ টাকার মাছ চুরি ও শ্লীলতাহানীর চেষ্টায় সংবাদ সম্মেলন করেছেন গাড়াডোব গ্রামের এক ভুক্তভোগী মোছাঃ মনিরা খাতুন।
বৃ্হস্পতিবার (৭ এপ্রিল ), রাত ৮ টার দিকে গাংনী রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের মোছাঃ মনিরা খাতুন।
ভুক্তভোগী তিনার লিখিত অভিযোগে জানান আমার লীজ নেওয়া ৩টা পুকুর থেকে বুধবার দিবাগত রাত্রে আব্দুল্লাহ, গণি, মির্জা সর্বপিং-কিয়ামুদ্দীন, শফি পিতা- মজিবর, সর্বসাং- গাড়াডোব গাছলাপাড়া, গাংনী, মেহেরপুর। ব্যক্তিরা আমার পুকুর থেকে রাতের আধারে আনুমানিক ২০,০০,০০০(বিশ লক্ষ) টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে ধরে নেই। আমি জানতে পেরে তাদের কে বলতে গেলে আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানীর চেষ্টা করে এবং উক্ত বিষয়ে আমি গাংনী থানায় একটি সাধারণ ডায়রি করি যার নং ৯৫ তারিখ ৩/৪/২০২২।
উক্ত সংবাদ সম্মেলনে গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ডাঃ আল আমীন-সহ গাংনী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//৭ এপ্রিল ২০২২//

Discussion about this post