Print Date & Time : 30 July 2025 Wednesday 12:07 am

সংসদ নির্বাচনকে সামনে রেখে, সিলেটের রাজনৈতিক মাঠ চাঙা

সিলেট অফিস :
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে মাঠের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। নিজেদের অবস্থা জানান দিতে বিরোধী দলগুলো নিজেদের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ নানা ইস্যুতে তাদের এই আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগও শান্তি সমাবেশের আয়োজন করে। এখন সিলেটের রাজপথে নেমেছে প্রধান দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপি। তবে একই দিনে মাঠে নামলেও তারা মুখোমুখি হচ্ছে না। দুই সময়ে দু’দল মাঠে নামছে। আওয়ামীলীগ গত মঙ্গলবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে।

বিএনপি ও বেলা দু’টায় পদযাত্রা বের করে। জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ পদযাত্রাটিও বের হয় নগরীর রেজিস্ট্রারি ময়দানে।
জেলার ১৮টি ইউনিট ও মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা এতে যোগ দেন।
এছাড়া- অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এসে পদযাত্রায় সক্রিয় অংশগ্রহণ করেন। এর আগে গত ৯ই জুলাই সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় তারুণ্য সমাবেশের আয়োজন করেছিল যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এতে যোগ দিয়েছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে সিলেটে সমাবেশের আয়োজন করেছিল যুবলীগ।
এতে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা যোগ দেন। দু’টি সমাবেশকে ঘিরে সিলেটে উত্তাপ থাকলেও শেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসের প্রথম দিকে সিলেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ সমাবেশের ডাক দেয়। সমাবেশের অনুমতি ও সহযোগিতা চেয়ে গত ৫ই জুলাই সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন দলটির সিলেট মহানগর নেতারা। কিন্তু ১৪ই জুলাই রাতে পুলিশের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে; সিলেটে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। এ কারণে জামায়াতে ইসলামী সিলেটে প্রস্তুতি থাকার পরও সমাবেশ করতে পারেনি। তবে- ১৫ই জুলাই প্রেস ব্রিফিং করে সিলেট নগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন; আগামী ২১শে জুলাই তারা সিলেটে সমাবেশ করবে।

এই সমাবেশকে ঘিরে সিলেটে উত্তাপ বিরাজ করছে। সিলেটের জামায়াত নেতারা জানিয়েছেন- নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফের জনসভা ঘোষণা করা হয়েছে। শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধিদল রোববার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার কার্যালয়ে যান।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপি’র কমিশনার বরাবরে ২১শে জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পুলিশে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন- ১০ দফা দাবিতে আমরা গত শনিবার রেজিস্ট্রারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু শুক্রবার আগের দিন মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ২১শে জুলাই শুক্রবার রেজিস্ট্রারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা-সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১শে জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।

তিনি জানান- পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুরনো একটি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে- আগামী ২২শে জুলাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ করতে চায় খেলাফত মজলিস। এ লক্ষ্যে পুলিশ কমিশনারের সঙ্গে খেলাফত মজলিস নেতৃবৃন্দ রোববার সাক্ষাৎ করেন। দীর্ঘ আলাপের পর অনুমতি প্রদানের আশ্বাস ব্যক্ত করেন নগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ। দলটির সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন জানিয়েছেন- ‘আমাদের আয়োজন শান্তিপূর্ণ। বিষয়টি পুলিশকে জানিয়ে এসেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি পুলিশের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে।’

দৈনিক দেশতথ্য///এস//