এসএম জামাল:
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনকে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। সবসময় আমাকে আপনারা পাশে পাবেন। আমি আপনাদের কথা বলতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে ছিলেন বলেই এ বিজয় সম্ভব হয়েছে। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। মিরপুর-ভেড়ামারার উন্নয়ন করাই আমার প্রধান কাজ। জেলায় অনেক সমস্যা আছে সবই এক এক করে সমাধান করবো।
বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল হালিম, সংসদ সদস্য কামারুল আরেফিনের সহধর্মিণী দিশা আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরিনা হক, সাবেক প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারি ১১,২০২৪//