শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ তিন দিনের সফরে আগামীকাল সোমবার (১ আগস্ট) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১ আগস্ট বেলা আড়াইটায় খুলনার সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন, বিকাল সাড়ে তিনটায় সোনাডাঙ্গাস্থ গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন এবং বিকাল চারটায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করবেন।
সন্ধ্যা ছয়টায় খুলনা বিভাগীয় শিল্পকলা একাডেমি পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমিতে জেলার স্থানীয় সাংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিমিয় সভা এবং রাত নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত মাসব্যাপী ‘শ্রাবণের শোকগাঁথা’ শীর্ষক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ২ আগস্ট সকাল ১০টায় খুলনা জেলার কপিলমুনি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসীর বাড়ি পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (রঃ) মসজিদ, আমাদীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন এবং বিকাল সাড়ে তিনটায় পাইকগাছার রাড়ুলী বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পিসি রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং আলোচনা সভায় যোগদান করবেন।
৩ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post