Print Date & Time : 21 April 2025 Monday 8:31 pm

সওজের জায়গা দখলের পায়তারার অভিযোগ

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী পৌরসভার সুবেদার পুকুর পাড় সংলগ্ন ভাইঞ্জন ব্রীজের দক্ষিণ পূর্ব পাশেসহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের(সওজ)জায়গা দখলের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে সরকারি সম্পত্তি দখল করার দুঃসাহস দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্রে জানা যায়, সওজের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও এর তোয়াক্কা করছে না প্রভাবশালীরা।এমনকি সওজের জায়গার ৩০ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার আইন থাকলেও তাও মানা হচ্ছে না।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ভাইনজইন ব্রীজ থেকে সত্তারঘাট এলাকার আগ পর্যন্ত এবং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজারের উত্তর পাশে মহিলা মাদ্রাসার সামনে মহাসড়কের পশ্চিম পাশ সহ উপজেলার বিভিন্ন স্থানে নানান কায়দায় সওজের জায়গা ভরাট করে দখলের পায়তারা চলছে। আবার অনেক জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হলেও সওজ বিভাগ ওইসব অবৈধ দখল উচ্ছেদের তেমন কোনো উদ্যোগই নেয়নি বলে জানান স্থানীয় সচেতন মহল।

উপজেলার আনাচে-কানাচে কৃষি জমি থেকে স্কেবেটর দিয়ে মাটি কেটে আবার কোথাও পাহাড় কাটা মাটি, কোথাও বালি ও ইটের খোয়া ফেলেও মহাসড়কের পাশের সরকারী সওজের মূল্যবান জায়গা দখল করার একপ্রকার প্রতিযোগীতা চলছে বলা যায়। উপজেলার ভাইনজইন ব্রীজের দক্ষিণ পূর্ব পাশেও কে বা কারা রাতের আঁধারে ধীরে ধীরে সুকৌশলে অল্প অল্প মাটি ফেলে সওজের সরকারি মূল্যবান জায়গা দখল করার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতনমহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সওজ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজেশ রয়েছে ওইসব অবৈধ দখলবাজ প্রভাবশালী ভূমিদস্যূদের। যার ফলে স্ব-স্ব এলাকার তারা দিন দিন সরকারি মূল্যবান সম্পদ দখল করেই চলেছে।
দায়িত্বশীলরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের পাওয়া না গেলে স্থানীয় বা সেখানে উপস্থিত কেউ জড়িতদের ঠিকানা দূরে থাক নামটাও বলতে চাননা। যার কারনে অনেক সময় অপরাধী বা জড়িতদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থাও গ্রহন করা যায় না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের(সওজ) উপ সহকারী প্রকৌশলী আবু আহসান মুঃআজিজুল মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান, সুবেদার পুকুর পাড় সংলগ্ন ভাইঞ্জন ব্রীজের দক্ষিণ পূর্ব পাশে সওজের জায়গা দখলের উদ্দেশ্যে যেখানে মাটি ভরাট করছে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে পাইনি,তবে মাটিতে পুতা পিলার ভেঙ্গে নস্ট করে দিয়েছি এবং কারা এ কাজের সাথে জড়িত তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আবু রায়হান কে জানান, এ অবৈধ কাজের সাথে যে বা যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.শাহিদুল আলম বলেন, “মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গায় কোনো ধরনের স্থাপনা করার সুযোগ নাই। আর যেসব স্থানে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছে বা দখল হয়ে গেছে সেগুলো সড়ক বিভাগ উচ্ছেদের উদ্যোগ নিলে আমরা উচ্ছেদ করে দিব”। এবং নতুন করে কোথাও কোনো সরকারি সম্পদ দখলের খবর পাওয়া মাত্র প্রশাসনকে জানানোর পরামর্শও দেন তিনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//