কুষ্টিয়া: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য,বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সোমবার বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সবসময় ঐক্যে বিশ্বাসী,আর তাই এই সময়ে আমাদের সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হলো ঐক্য। মনে রাখতে হবে ঐক্য না থাকলে যতই আমরা নেতার সামনে বড় বড় স্লোগান দেই ও যত বড় মিটিং মিছিল করি সেই সংগঠন দিয়ে কখনই আদর্শ বাস্তবায়ন করা যাবে না। তার জন্যই আমাদের ঐক্যের প্রয়োজন, ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্য খালি মুখে মুখে বললে চলবে না কাজেও প্রমাণ রাখতে হবে। আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতা সার্বভৌমতা ফিরিয়ে আনতে হলে বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডের ঐক্যের কোন বিকল্প নেই।
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা নির্বাচনের কোন রোডম্যাপ তৈরি করতে পারছি না।
জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করে ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। তখন পতিত সরকার কোনো ষড়যন্ত্র করলে তা জনগণই মোকাবিলা করবে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, যোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকলকে মাঠে কাজ করতে হবে। তবেই আজকের বাংলাদেশে জনগণ প্রত্যাশা করছে, এদেশে শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে একটি শান্তির নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বলেছিল বঙ্গবন্ধুর কন্যা এদেশ থেকে কখনও পালাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম জনরোষের কারণে ৫ই আগষ্ট তিনি দেশ ছেড়ে চোরের মত ভারতে পালিয়ে গেলেন।
পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদের সভাপতিত্বে এবং মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীন ও
সদস্য সচিব রহমত আলী রব্বানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, সুলতান আলী, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুকুল, হাফিজু রহমান বাবু, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস সহ পৌর ও সকল ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post