সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, শুদ্ধাচার কৌশল অতীব জরুরী। নিজেকে স্বচ্ছ হতে হবে, পাশাপাশি সকলকে নীতি-নৈতিকতার অভ্যাস গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসন, কুষ্টিয়ার সহযোগিতায় ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো: আকুল উদ্দিন, সনাক সদস্য শাহজাহান আলী, হালিমা খাতুন, শাহরিয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের ও সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ। স্বাগত বক্তব্যে সনাক সদস্য শাহরিয়ার হোসেন কর্মশালার লক্ষ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন।
কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ প্রেক্ষাপট, উদ্দেশ্য, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রাসমূহ টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার: চ্যালেঞ্জ ও উত্তরণের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। কর্মশালাটির মূল সেশন পরিচালনা করেন টিআইবি’র কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, আজকের কর্মশালা আমাদের কাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহযোগিতা করবে। আমরা কর্মশালায় তৈরি করা স্ব স্ব দপ্তরের কর্মপরিকল্পনাসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করবার চেষ্টা করব। কর্মশালায় প্রায় ৫০টি সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন।

Discussion about this post