ময়মনসিংহ নগরীর একটি সড়কের পাশে ঝোপের ভেতর থেকে বস্তাবন্দি অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর বাদেকল্পা রহমতপুর এলাকার বাইপাস সড়কের পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নগরীর বাদেকল্পার রহমতপুর থেকে ঢাকা বাইপাস সড়কের পাশে ঝোপের ভেতর নারীর বস্তাবন্দি মরদেহ দেখে ৯৯৯ ফোন দেন স্থানীয়রা।
পরে ঘটনাস্থল গিয়ে বস্তা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এবি//দৈনিক দে;শতথ্য//অক্টোবর ১৪,২০২২//