চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কর্ণফুলীতে সিডিএ সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এতে ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে অবৈধ দখলদার।
৩রা জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ (সওজ) সংলগ্ন সরকারি খাস জায়গা দখল করে একটি হার্ডওয়ারের দোকান ও মোবাইল টেলিকমের দোকান ঘর নির্মাণের কাজ চালান স্থানীয় একটি প্রভাবশালী মহল।
এমন সংবাদে সহকারি কমিশনার (ভূমি) ও কর্ণফুলী থানার পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে দোকানটি উচ্ছেদ করেন।
স্থানীয় সূত্র জানায়, জায়গাটি সরকারি খাস। দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাচল করে আসছেন। কিন্তু কয়েক দিন ধরে এই জায়গায় মো. শাহেদ মিয়া ও তার ছেলে নজির আহমেদ নামে দুই ব্যক্তি দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে যাঁরা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবেন তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//