বরগুনা জেলার সদর উপজেলার একটি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ মে) দুপুরে উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসা পর্যন্ত ১ কি.মি রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার পাচ শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। মাত্র ১ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের যাতায়াত, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
সমাজসেবক বাবুল হাওলাদারের নেতৃত্বে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসার সামনের মূল সড়কে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত করেন মাদ্রাসার শিক্ষার্থীসহ দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক , শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির মোল্লা ,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহানুর হাওলাদার প্রমূখ।
আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//

Discussion about this post