রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দাশপাড়া ল্যাংড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম সহ স্থানীয়রা।
বিএনপি নেতা আলী আজম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন।
তিনি অতি দ্রুত দাশপাড়া ইউনিয়নের কালাইয়া-পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ,ল্যাংড়া মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ী পর্যন্ত রাস্তা,সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ী থেকে রশিদের বাড়ী পযন্ত রাস্তা, কাঠের পুল থেকে হুজুরের বাড়ী পর্যন্ত রাস্তা, বড় চৌমুহনী থেকে – ইলশার খাল পর্যন্ত রাস্তা, পাঁচ বাড়ী থেকে – বাউফল পর্যন্ত রাস্তা,পুর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে – খালেক চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তা, গেদু চৌকিদার বাড়ী থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত রাস্তা ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধন ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post