Print Date & Time : 11 September 2025 Thursday 5:58 pm

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বরগুনা জেলার সদর উপজেলার একটি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ মে) দুপুরে উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসা পর্যন্ত ১ কি.মি রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার পাচ শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। মাত্র ১ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের যাতায়াত, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

সমাজসেবক বাবুল হাওলাদারের নেতৃত্বে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসার সামনের মূল সড়কে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত করেন মাদ্রাসার শিক্ষার্থীসহ দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক , শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির মোল্লা ,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহানুর হাওলাদার প্রমূখ।

আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//