কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের মৃত হারেজ উদ্দিন সরকারের ছোট ছেলে অসহায় বাবুল আক্তার সহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবুল আক্তার ।
সোমবার দুপুর ২ টার সময় মাদিয়া গ্রামে অবস্থিত বাবুল আক্তারের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বাবুল আক্তার জানান, আমি সহ আমার বোনদের পৈত্রিক সম্পত্তির সঠিক ভাগ বন্টন বুঝে পেতে চাইলে আমার সেজো ভাই কারী সরকার সহ তার ছেলে জোগনুর জামান সুইট সরকার তা সঠিক ভাবে বুঝিয়ে না দিয়ে নানা ধরনের তালবাহানা করে আসছে ।
এমন অবস্থায় তারা কোন দিশে না পেয়ে এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী দিয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে রাতের আঁধারে আমার বাড়িতে হামলা চালাই।
তারি ধারাবাহিকতায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধায় কারী সরকার, সুইট সরকার সহ তাঁদের নিয়ন্ত্রিত এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত সন্ত্রাসী, আমিনুর রহমান বাবুর দুই ছেলে আরেফিন বিপু ও তপু আহমেদ সহ অপরিচিত আরো ৪-৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড, হাতুড়ী, রামদা, হকিস্টিক সহ পাঁচটি মোটরসাইকেল যোগে আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় আমকে গালিগালাজ করতে থাকে ও আমার বসতবাড়ির জানালা ভাঙচুর করতে থাকে, বাড়ির সামনে লাগানো বেশ কিছু চারা গাছে কুপিয়ে কেটে ফেলে।
এমন অবস্থায় আমার স্ত্রী তাদের এমন কার্যক্রমে বাধা সৃষ্টি করলে তারা আমার স্ত্রীকে মারধর করে তার গলায় থাকা একটি এক ভরি ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে আমাদের ডাক চিৎকার এলাকাবাসী শুনতে পেলেও অস্ত্রধারী সন্ত্রাসীদের সামনে ভয়ে কেউ এগিয়ে আসে নি। এর পর মোবাইল ফোনের মাধ্যমে কামালপুর বাজারে অবস্থানরত আমার বোনের ছেলেদের কল করে ডেকে নিলে তাদের উপস্থিতিতে চিহ্নিত সন্ত্রাসীরা আমাকে খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
বাবুল আক্তার আরো জানান, সন্ত্রাসীদের এমন নগ্ন হামলা আমার উপর এই প্রথম নয়, ইতিপূর্বেও তারা আমার উপর এ ধরনের হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছে। সর্বশেষ তাদের এমন হামলার পর থেকে আমি আমার জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতাই দিন পার করছি , না জানি সুযোগ পেলেই তারা আমাকে কখন হত্যা করবে।
তিনি আরো বলেন সন্ত্রাসীদের বার বার এমন নগ্ন হামলার কারণে আমি বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছি।
সন্ত্রাসীদের এমন হামলার প্রতিবাদে জেলার সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি এবং এর আমি সঠিক বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনের সময় বাবুল আখতারের পরিবারের লোকজন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ অক্টোবর ২০২৩

Discussion about this post