Print Date & Time : 22 April 2025 Tuesday 7:43 am

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নওয়াপাড়া বাজারে শান্তি সমাবেশ

নওয়াপাড়া বাজারে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে বাজার কমিটি একটি শান্তি সমাবেশ করেছে। সোমবার (৩১ জুলাই) বিকেলে নওয়াপাড়া বাজারের যাত্রী ছাউনির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাজারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী দিনের পরিকল্পনা পেশ করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি আতাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন-নওয়াপাড়া বাজার কমিটির কার্যকরী সভাপতি ও  নওয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মাসুদুল হক খান, সহ-সভাপতি মুকুল হোসেন মন্ডল, সাবেক কমিশনার ও বাজার কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন। ফুলবাড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার ইসমাইল গাজী, আয়নাল হোসেন সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। এ সময় নওয়াপাড়া, কৃষ্ণপুর,শিমুলিয়া গ্রামের ব্যাপক জনগণ উপস্থিত ছিলেন। 

ওই শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি আতাহার আলী বলেন-একটা সময় নওয়াপাড়া বাজার এলাকা সহ আশেপাশের এলাকা ছিলো বিএনপির ঘাটি। তারা বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করতো। কুষ্টিয়া মেহেরপুর সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে নওয়াপাড়া বাজারে মিছিল সমাবেশ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরী করতো। সেই জামাত বিএনপির দূর্গ আমি নস্যাৎ করে দিয়েছি বাজারের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরে। এখন আর এই বাজারে কেউ চাঁদাবাজিও করেনা, কেউ গাছের গুড়িও ফেলেনা, এই বাজারে কেউ আন্দোলন সংগ্রাম করে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতেও পারেনা। কিন্তু সেই বিএনপি জামাতের চক্র কুখ্যাত বিএনপি ক্যাডার বহু নাশকতা মামলার আসামী আজাদ কবিরাজের  নেতৃত্বে মজিবুল নমো কবিরাজ বাহিনী আজ মাঠে নেমেছে। তারা এখন বাজারে চাঁদাবাজি করতে চায়। অস্থিতিশীল পরিবেশ তৈরী করে নওয়াপাড়া বাজারকে বিএনপির ঘাঁটি বানাতে চায়। আপনারা সতর্ক থাকুন। এই বিএনপি জামাত চক্রকে প্রতিহত করুন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩১,২০২৩//