Print Date & Time : 10 May 2025 Saturday 9:57 am

সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে ১১ জেএমবির যাবজ্জীবন ও কারাদন্ড

জাহাঙ্গীর আলম শাহীন, নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:

৮ জি এমবি’ র পৃথক পৃথক ধারায় সন্ত্রাস দমন আইনে ৫৮ বছরের কারাদন্ড ৩ জনের অস্ত্র আইনে যাবজ্জীবন বাঙালি মুভি রায় হয়েছে।

এরা হলেন, মোঃ ফজলে রাব্বির রব্বু (৩৫) মোঃ শাহিন(৩৫) মোঃ হাসান মামুদ (৩৬) মোঃ গোলাম রব্বানী রাব্বি (৩৩) মোঃ আজহারুল ইসলাম ওয়ানুর(৩৪) মোঃ শাহ আলম (৩৩) সোহেল রানা( ৩৫) শফিকুল ইসলাম আলাল(৩৭)।
এছাড়াও পৃথক অস্ত্র আইনে ৩ জনের যাবতজীবন সাজা হয়েছে। এরা হলেন
মোঃ ফজলে রাব্বির রব্বু (৩৫), মোঃ শাহিন (৩৫), মোঃ হাসান মামুদ (৩৬)।

আজ সোমবার লালমনিরহাটের জনাকীর্ণ আদালতে দায়রা জজ ও বিচারক বিশেষ ট্রাইবুনাল ( ১) এর বিচারক মোঃ মিজানুর রহমান বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে ৫৭ বছর কারা দন্ড দিয়েছেন। এছাড়াও প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

মামলার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২ আগস্ট রংপুর র‍্যার -১৩ গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাটগ্রাম উপজেলার ডায়না ফ্যাশন ট্রেইলারের দোকানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে আটক করে।
এ সময় রাষ্ট্রে পক্ষে আইনজীবি ছিলেন পিপি মোঃ আকমল হোসেন আহম্মদ ও বিবাদি পক্ষে আইনজীবি ছিল মোঃ আব্দুল ফাত্তাহ, মোঃ গোলাম মোহাম্মদ, মোঃ রাজা মিয়া ও মোঃ হামিদুল হক হিমু।
সন্ত্রাস দমন ও অস্ত্র আইনের পৃথক দুইটি মামলায় একই বিচার এই রায় দেয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//