Print Date & Time : 20 April 2025 Sunday 12:34 pm

সন্দ্বীপের যুবক পতেঙ্গা থেকে নিখোঁজ না অপহরণ তাই নিয়ে ধ্রুম্রজাল

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার ১৫ নম্বর ঘাট থেকে মো. দেলোয়ার হোসেন (৩৭) নামে এক যুবক ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। যেহেতু সাগরে ট্রলার পাঠাতে তিনি ১৫ লাখের মতো টাকা নিয়ে সন্দ্বীপ থেকে ফিরছিলেন। ফেরার পথে তিনি পতেঙ্গা ১৫ নম্বর থেকে নিখোঁজ হন।

এ ব্যাপারে নগরীর পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হক হয়েছে। যার জিডি নং – ৮৩।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।

জিডি সুত্রে জানা যায়, গত পহেলা মে (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে কাজের উদ্দেশ্য ১৫ নম্বর ঘাটে যায় দেলোয়ার হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ মো. দেলোয়ার হোসেন এর বাড়ি সন্দীপ থানার উড়িরচর ৪ নম্বর ওয়ার্ড। পিতার নাম মরহুম দিদারুল আলমের ছেলে।

সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করা হয়েছে, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা,মুখ গোলাকার,গড়ন পাতলা,পড়নে ছিল শার্ট ও প্যান্ট, মুখে কালো দাঁড়ি, চুল কালো ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয় নিখোঁজ মো. দেলোয়ার হোসেন ১৫ নম্বর ঘাটের এমভি আল আমিন বোর্ড (যার নং ১৬৭৯) এর কেরানী হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, দেলোয়ার হোসেন নামের এক যুবক নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে উদ্ধার করতে কাজ করছেন পুলিশ।

কোনো ব্যক্তি তার সন্ধান পেলে পতেঙ্গা থানায় যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ মে ২০২৩