শেখ নাদীর শাহ্, পাইকগাছা্(খুলনা) প্রতিনিধি: অপহরণের ১৩ দিন অতিবাহিত হলেও খুলনার পাইকগাছার কপিলমুনির রিতু মন্ডল (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
সে উপজেলার কপিলমুনির তালতলা গ্রামের হত-দরিদ্র আদিত্য মন্ডলের একমাত্রেমেয়ে ও ডুমুরিয়ার আলাদীপুর কেএমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এর আগে, গত ২ মে (মঙ্গলবার) তাকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এদিকে একমাত্র মেয়ের সন্ধান পেতে সেই থেকে দিক-বিদিক ঘুরে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন অপহৃত
রিতুর বাবা-মা।
সর্বশেষ এ ঘটনায় গত ৬ মে অপহৃত স্কুল ছাত্রীর বাবা আদিত্য মন্ডল ডুমুরিয়া থানায় সালমান শেখ (১৯) ও তার পিতা মোস্তফা শেখ (৫৫) ও আপন সহোদর রসুল শেখ (২৩) সহ ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। যার
নং-৭/১২৯।
মামলার এজাহার ও অপহৃত স্কুল ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রিতু মন্ডল গত ২ মে আলাদীপুর কেএমইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলের
সামনের রাস্তায় পৌঁঁছানো মাত্র ডুমুরিয়ার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা শেখের ছেলে সালমান শেখ (১৯) তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনার আগে থেকেই অভিযুক্ত সালমান রিতু মন্ডলকে নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, মামলার তদন্ত ও ভিকটিমকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//