Print Date & Time : 2 July 2025 Wednesday 5:53 am

সপ্তম বর্ষে ব্লাড ডোনেশন ক্লাব কুমারখালী

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনেশন ক্লাব কুমারখালী’ সপ্তম বর্ষে  পদার্পণ উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধাদের নিয়ে  মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত  হয়েছে। সকাল থেকে বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‘ব্লাড ডোনেশন ক্লাব কুমারখালীর’ আসিফ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।  এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ বানু  কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবে সভাপতি কে, এম, আর শাহিন  প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিরা তাদের স্বাগত বক্তব্যে রক্ত দানে সকলকে উদ্বুদ্ধ করতে বলেন এই পৃথিবীতে যত রকম দান আছে, তার মধ্যে সবচেয়ে সেরা আর পবিত্র দান হচ্ছে রক্তদান।  কারণ জীবন রক্ষার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। অনুষ্ঠান   সঞ্চালনা করেন আল-আমীন মুন্সি ও মাসুমা তাসনিম মীম।

 দিনব্যাপী আয়োজনে ছিলো ফ্রী চিকিৎসা সেবা,ফ্রী ব্লাড প্রেসার নির্ণয়, ফ্রী ডায়াবেটিস নির্ণয় সহ  ব্লাড ডোনার সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও  স্বেচ্ছাসেবী সংগঠন  ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//