জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন- জাতীয় নির্বাচন দৌড় গোড়ায়। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। নতুন করে যারা কমিটিতে স্থান পাবে, তারা সকলকে সাথে দলের স্বার্থে কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ হাতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
২০ বছর পরে আজ সোমবার বিকেলে মেহেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রী আছেন বলে আমরা শান্তিতে বসবাস করছি। সমস্ত সেক্টরে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন কিছু মানুষের সহ্য করতে পারছেনা। বিভিন্ন ভাবে দেশকে পিছিয়ে দিতে নানান সড়যন্ত্রে লিপ্ত। যারা দূর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, তারাই আজ বড় বড় সবক দেয়। সকল সড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনবে জনগন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান।
জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুযল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন।
এসময় অন্যদের মধ্যে, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ্যা. মোহাঃ আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যা. ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পদক এ্যা. ইব্রাহীম শাহীন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদ এম এ এস ইমন, সদস্য শাহ জামান খান, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমনিুল ইসলাম, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুলাই ২০২৩